বন্ধু
মাহমুদুল হাসান
----------------------------------------
এ কেমন প্রত্যাশা
কবু করিনী আশা
স্নিগ্দ সকালের রোদে
আপেক্ষার প্রহর জেগে
তোমাকে একনজরে
আখির প্রতিফ ডেলে
দেখব তোমায় বন্দু এই স্বরবরে
তবে কেন তুমি দিলে একা দেখা
আমি ভাবিনী কবু হেতা
আজ কেন তোমার
মনে এতো কষ্টের ব্যাথা
আমি চেয়েছি তোমার সুখে থাকা
এটাই হয়তোবা তোমার জীবনের কথা।
No comments:
Post a Comment