কিছু কথা মন থেকে বলতে গিয়ে বলা যায় না কিছু আশা সবার জন্য নহে ক্লান্ত মন দীপ্ত পয়ে হেটে চলে কিছু আবেগে মন হয়ে যায় স্বর্গসুখে আনমনা কিছু ভুল জীবনকে করে তোলে শিল্পির ছন্দে ছন্দময়া কিছু স্থৃতি আখির জলে কান্নায় ভাসে অঘচরে কিছু ভাবনা হৃদয়কে করে তোলে মনুষ্যত্বের চেতনায় কিছু সম্মানে হয়তোবা এই জীবনের স্বার্থকথা
No comments:
Post a Comment