Thursday, 10 December 2020

প্রিয়সখী,,,,,,,,,,,মাহমুদুল হাসান

                      
                  প্রিয়সখী 

                                   মাহমুদুল হাসান

-------------------------------------------------------------------
আমার চাওয়া পাওয়ার মাঝে
               রবে ওগো প্রিয় তুমি খুব গোপনে
তু-মারো সুরে বেধেছি আমি আমাতে
              হারাতে দি-বোনা কখনো তুমাকে
আমারো প্রাণে তু-মারো যে গান
           কখনো হবে না ওগো অম্লান
তুমি মোর আপনের থেকে আপন
           তুমিও কী আকো আমাকে নিয়ে স্বপন
নতুনত্বের শত ভাজের গিড়ে
                  খুঁজবো তু-মায় শত ব্যাস্ত-তার ভিড়ে
তু-মারো ভালোবাসা আমাকে
                 হারিয়েছে আমায় তু-মায় স্বজ্ঞানে
একাকিত্বের নীড়ে তু মায় খুজি
                       আমার স্নের মাঝে
শুনতে কী পাও প্রিয় আমার কথা
          তবে যেয়ো-না-গো কখনো হেতা
সৃষ্টির এই সুন্দরের মাঝে
                  তুমি রবে আমাতে খুবনিংড়বে
ভালোবাসি-ভালোবেসো তু-মাতে অন্তরে ক
            তুমি রবে আমাতে জন্ম থেকে জন্মান্তরে
              
 

                     

No comments:

Post a Comment

প্রিয়সখী,,,,,,,,,,,মাহমুদুল হাসান

                                         প্রিয়সখী                                     মাহমুদুল হাসান --------------------------------------...