আবেগীয় মন
মাহমুদুল হাসান
------------------------------------------------
আমি চাই নি কখনো এমন হতে
চেয়েছি শুদু তুমায় ওগো ভালোবাসতে
জানি না কেন হলো মোর জীবনের
আজ এতো পরিবর্তন
আমি যাহা চেয়েছি এই জীবনে
সব কিছু পেয়েছি এই অস্তৃত্বে
কখনো ভাবিনী তুমি হবে এতো পরিবর্তন
যাহা করলো মোর জীবনের কল্পনাকে কর্তন
জানি না কখনো কী পাবো অস্তৃত্বের দেখা
যদি হয় তুমার আমার দেখা তাহলে
কী তুমি আমায় পিরিয়ে দেবে একা
মানুষ মানুষের স্বার্থে যাহা পারে
আমি ভাবতেও পারিনা তাহা কী বাস্তব হতে পারে
বাস্তবতার স্বর্গে হাজারো ব্যাথা
স্বপ্নজালে ভাসে
তবুও আমি তোমায় চাই
এই জীবনে তোমায় পাশে
--------------------------&------------------------------
![]() |
| Thanks for visited my blogspot area. |

No comments:
Post a Comment