Tuesday, 16 June 2020

ভালোবাসার মায়াজাল

           
ভালবাসার মায়াজাল
               মাহমুদুল হাসান 
---------------------------------
ভালো থেকে ভালোবাসা

      তুমিই তো মোর সপ্নের আশা

মোর পরানে শুদুই তুমি গাথা

           বুঝো কী প্রিয় সে কথা 

তুৃমাতে ভালোবেসে হবো আমি একা

       তুমি কী রবে মোর সপ্নের পাথায়

তুমারো আখি ডলে রয়েছি আমি 

        বুঝো কী প্রিয় হে হরিনী

মন যাহা চাই তুমি তো তাহাই

      রয়েছো যেথায় যাবো আমি সেতায়

তুমি কী আমাতে হবে আমায়

বড্ড ভালোবাসি তুমায়

বুঝো কী সে কথা মনের গুহায়

তুমারো হৃদয়ে মোর হৃদয়

    একএে করে মোরা করবো সপ্ন সঞ্চয়

ভুলবো না কোনো দিন তুমায়

            তুমিও ভুলো না আমায় 

আমারি সপ্নজালে রাখবো তুমায়

    তুৃমি কী প্রিয় থাকবে হেতায় 

তুমাতে আমি হারিয়েছি আমায়

        আমাতেও তুমি কী হারাবে তুমায় 





      


No comments:

Post a Comment

প্রিয়সখী,,,,,,,,,,,মাহমুদুল হাসান

                                         প্রিয়সখী                                     মাহমুদুল হাসান --------------------------------------...