Thursday, 10 December 2020

প্রিয়সখী,,,,,,,,,,,মাহমুদুল হাসান

                      
                  প্রিয়সখী 

                                   মাহমুদুল হাসান

-------------------------------------------------------------------
আমার চাওয়া পাওয়ার মাঝে
               রবে ওগো প্রিয় তুমি খুব গোপনে
তু-মারো সুরে বেধেছি আমি আমাতে
              হারাতে দি-বোনা কখনো তুমাকে
আমারো প্রাণে তু-মারো যে গান
           কখনো হবে না ওগো অম্লান
তুমি মোর আপনের থেকে আপন
           তুমিও কী আকো আমাকে নিয়ে স্বপন
নতুনত্বের শত ভাজের গিড়ে
                  খুঁজবো তু-মায় শত ব্যাস্ত-তার ভিড়ে
তু-মারো ভালোবাসা আমাকে
                 হারিয়েছে আমায় তু-মায় স্বজ্ঞানে
একাকিত্বের নীড়ে তু মায় খুজি
                       আমার স্নের মাঝে
শুনতে কী পাও প্রিয় আমার কথা
          তবে যেয়ো-না-গো কখনো হেতা
সৃষ্টির এই সুন্দরের মাঝে
                  তুমি রবে আমাতে খুবনিংড়বে
ভালোবাসি-ভালোবেসো তু-মাতে অন্তরে ক
            তুমি রবে আমাতে জন্ম থেকে জন্মান্তরে
              
 

                     

Sunday, 8 November 2020

পল্লবীনি --------------------------মাহমুদুল হাসান

         পল্লবীনি

                      মাহমুদুল হাসান
-------------------------------------------------------
তুমারো মুখের হাসি
       খুব বেশি ভালোবাসি
তুমারো আখির চাহোনি
          রয়েছে হৃদয়ে ওগো মায়াবিনী
তুমারো মুখের বাণি
          শুণে মনে হয় যেন আকাশবাণী
তুমারো স্বর্গ সপ্নদ্বারা
       করে দেয় আমায় পাগল পারা
তুমারো ভালোবাসার চাহোনী
          যত্ন করে রেখেছি ওগো প্রিয়সিনী
তুৃমারো মনমাতানো দোলা
        তুমাতে আমায় মাতায় একলা
তুমারো বুকের খুব গভীরে
          থাকতে চায় আমি খুব যথনে
তুমারো একাকিত্বের নীড়ে
     কাদি আমি  শতহাসির ভিড়ে
তুমারো শত অনুভুতি

       আমাকে কেন ভাবায় অপৃতি


 

Tuesday, 16 June 2020

ভালোবাসার মায়াজাল

           
ভালবাসার মায়াজাল
               মাহমুদুল হাসান 
---------------------------------
ভালো থেকে ভালোবাসা

      তুমিই তো মোর সপ্নের আশা

মোর পরানে শুদুই তুমি গাথা

           বুঝো কী প্রিয় সে কথা 

তুৃমাতে ভালোবেসে হবো আমি একা

       তুমি কী রবে মোর সপ্নের পাথায়

তুমারো আখি ডলে রয়েছি আমি 

        বুঝো কী প্রিয় হে হরিনী

মন যাহা চাই তুমি তো তাহাই

      রয়েছো যেথায় যাবো আমি সেতায়

তুমি কী আমাতে হবে আমায়

বড্ড ভালোবাসি তুমায়

বুঝো কী সে কথা মনের গুহায়

তুমারো হৃদয়ে মোর হৃদয়

    একএে করে মোরা করবো সপ্ন সঞ্চয়

ভুলবো না কোনো দিন তুমায়

            তুমিও ভুলো না আমায় 

আমারি সপ্নজালে রাখবো তুমায়

    তুৃমি কী প্রিয় থাকবে হেতায় 

তুমাতে আমি হারিয়েছি আমায়

        আমাতেও তুমি কী হারাবে তুমায় 





      


প্রিয়সখী,,,,,,,,,,,মাহমুদুল হাসান

                                         প্রিয়সখী                                     মাহমুদুল হাসান --------------------------------------...