পল্লবীনি
মাহমুদুল হাসান
-------------------------------------------------------
তুমারো মুখের হাসি
খুব বেশি ভালোবাসি
তুমারো আখির চাহোনি
রয়েছে হৃদয়ে ওগো মায়াবিনী
তুমারো মুখের বাণি
শুণে মনে হয় যেন আকাশবাণী
তুমারো স্বর্গ সপ্নদ্বারা
করে দেয় আমায় পাগল পারা
তুমারো ভালোবাসার চাহোনী
যত্ন করে রেখেছি ওগো প্রিয়সিনী
তুৃমারো মনমাতানো দোলা
তুমাতে আমায় মাতায় একলা
তুমারো বুকের খুব গভীরে
থাকতে চায় আমি খুব যথনে
তুমারো একাকিত্বের নীড়ে
কাদি আমি শতহাসির ভিড়ে
তুমারো শত অনুভুতি
